নিজস্ব প্রতিবেদক : মেজর (অব.) সিনহা হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
এপিবিএনের তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে সাতদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, ‘কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আদালতের আদেশে এই তিন সদস্যকে র্যাব নিয়ে যায়।’
এপিবিএনের তিন সদস্য হলেন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক শাহাজাহান, কনষ্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন, যোগ করেন কক্সবাজার জেলা কারাগারের সুপার।
এর আগে গত ১৮ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিনজন সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করেছে র্যাব। ওইদিনই বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে সাত দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন তামান্না ফারাহর আদালত।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।
সিনহা হত্যা : এপিবিএনের ৩ সদস্য র্যাব হেফাজতে
22/08/20200

সম্পরকিত প্রবন্ধ
20/03/20200
কলেজ শিক্ষিকাকে গালাগাল, কাপড় ধরে টানাটানি ছাত্রলীগ নেতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপিসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ওই কলেজের এক নারী প্রভাষককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা শহরের বাজা
Read More
10/08/20220
সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিলেও বহাল
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেত
Read More
16/06/20220
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক : গ্যাসের পাইপলাইনে কাজের জন্য আগামীকাল শুক্রবার ১৭ জুন সকাল ৯টা থেকে শনিবার ১৮ জুন সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়। আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমি
Read More
Comment here