সিরাজগঞ্জে শারদীয় দূর্গাপূজা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিরাজগঞ্জে শারদীয় দূর্গাপূজা

সজিবুল ইসলাম হৃদয়ঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে সিরাজগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।
সোমবার ( ৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে উলুধ্বনি, ঢাক-ঢোল ও শাঁখের বাজনায় মূখর হয়ে উঠেছে পূজা মন্ডপগুলো। দেবী দুর্গা আরাধনার মধ্য দিয়ে উৎসবে মেতেছেন এখানকার সনাতন ধর্মাবলম্বীরা। নতুন পোশাকে নানান বয়সী নারী-পুরুষ মেতে উঠেছেন দুর্গোসবে। দশভুজা দেবী দুর্গাকে দেখতে এক মন্ডপ থেকে অন্য  মন্ডপে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এছাড়া বিগত বছরের তুলনায় এ বছর বিভিন্ন ধরণের আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হয়েছে সিরাজগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ। শহর জুড়ে প্রায় প্রতিটি রাস্তায় দুর্গাপূজা উপলক্ষে রং বে রং এর আলোকের ঝলকানিতে আলোকিত এখন সিরাজগঞ্জ। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নন অালোকের সৌন্দর্য দেখতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে রাতের সিরাজগঞ্জ ঘুরছেন অসাম্প্রদায়িকতার বাঙালিরাও।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানান, শারদীয় এই উৎসবের আলোকসজ্জা উপভোগ করতে দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীরা যাতে ভালোভাবে মাকে দর্শন করতে পারেন সেজন্য আমরা সমস্ত নিরাপত্তা বলয় সৃষ্টি করেছি। এছাড়া দুর্গোৎসব সার্বজনীন জানিয়ে পূজাতে ঘুরতে অাসা মাহফুজা অানিকা নামে একজন বলেন, বন্ধুর বাসায় পূজো দাওয়াত খেতে এসেছি। রাতের অালোক সজ্জা সত্যিই মুগ্ধ করেছে। এছাড়া অসাম্প্রদায়িক চেতনার বাঙ্গালীরা তাদের  আনন্দে শরীক হওয়ায় পূজোর আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র বলে জানান তিনি।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছে এবং মঙ্গলবার (৮ অক্টোবর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা সমাপ্তি ঘটবে এ বছর। এ বছর সিরাজগঞ্জ জেলায় মোট ৪৯১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

Comment here