বিনোদন প্রতিবেদক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ডিএ তায়েব ও ববি অভিনীত ছবি ‘আমার মা’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে তিনি জানান, ‘আমার মা’ ছবিটি একজন মায়ের কাহিনি নিয়ে নির্মাণ হয়েছে। একজন মায়ের জীবনে বয়ে যাওয়া আনন্দ-বেদনার উপাখ্যান তুলে ধরা হয়েছে এতে। গতকাল এটি চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক আনকাট সেন্সর ছাড়পত্র পায়। খুব শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।
এদিকে, ‘আমার মা’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম। পারিবারিক টানা পোড়েন ও সামজিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই ছবিতে ডিএ তায়েব ও ববির পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যান কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, তামান্না, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ আরও অনেকে।
এস জি প্রডাকশনের প্রযোজনায় ‘আমার মা’ ছবিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কৃতিমনা বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিনয় করেছেন বলে জানা গেছে।
Comment here