সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন এক নারী। আজ মঙ্গলবার ভোর ৫টায় ঘটনাটি ঘটে উপজেলার শহরের অদূরে উত্তরা আবাসনে।
স্থানীয়রা গুরুতর আহত ওই যুবককে (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন। এজাহারে তিনি উল্লেখ করেন, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ ভোরে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন স্ত্রী। যুবক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি আবুল হাসনাত বলেন, জিজ্ঞাসাবাদে আসামি তার দোষ স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comment here