সড়কে চলাচল বন্ধ করে নিজেদের ইচ্ছামত সংস্কার করছে ঠিকাদারের লোকজন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সড়কে চলাচল বন্ধ করে নিজেদের ইচ্ছামত সংস্কার করছে ঠিকাদারের লোকজন

সোহরাব বাবু  : সাতক্ষীরা থেকে সোহরাব বাবুঃ সাতক্ষীরা টু শ্যামনগর সড়কের ইটাগাছা পুলিশ ফাঁড়ীর কাছেই চলছে এভাবে প্রধান সড়ক বন্ধ করে সংস্কার কাজ।

তথ্য অনুসন্ধানে দেখা যায় শহরের বাঙ্গালের মোড় থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ পর্যন্ত তিন কিঃমিঃ রাস্তা চওড়া করার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যাতে করে হয়রানি হচ্ছে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীসহ রোগীবহনকারী এ্যাম্বুলেন্স ও পথচারীরা।
এসময় ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত একজনের কাছে যানতে চাইলে নাম প্রকাশ না করে বলে দেখতে পাচ্ছেন না রাস্তার কাজ হচ্ছে, এক্ষেত্রে তার আচরন ছিল খুবই আক্রমণাত্তক ও মারমুখী।
তাই সড়কে চলাচলরত যাত্রীসহ সকলের দাবী করেছে সংস্কার কাজ দিনের বেলায় না করে রাত্রিকালীন সময়ে বা যতক্ষণ না কাজ শেষ হয় রাস্তাটি বন্ধ করে কাজ করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

Comment here