হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হতে পারে। আজ বুধবার সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, ‘সন্ধ্যায় ম্যাডামকে গুলশানের বাসায় নিয়ে আসার কথা রয়েছে।’

গত ৮ জুলাই বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘হঠাৎ অসুস্থ বোধ করায়’ সেদিন ভোর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

Comment here