বিনোদন প্রতিবেদক : হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। করোনা আক্রান্ত হওয়ার পর গত ৪ নভেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ, তাই আজ দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানান, করোনা আক্রান্ত হবার পর অপূর্বের শারীরিক অবস্থা জটিল হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে। পরে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। তবে বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে। গত কয়েকদিনে অপূর্বের রিপোর্ট ভালো এসেছে।
সবশেষ অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ‘যদি, কিন্তু…তবুও’ সিনেমার শুটিংয়ে। এই শুটিংয়েই অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। বর্তমানে অপূর্বের অসুস্থতার জন্য সিনেমার শুটিং বন্ধ আছে।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অপূর্ব
11/11/20200
সম্পরকিত প্রবন্ধ
08/04/20190
টেলি সামাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে: ফারুক
‘টেলি সামাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। দেশের চলচিত্র অঙ্গনের জন্য তিনি যা করেছেন তার জন্য তাকে অনেক আগেই রাষ্ট্রের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক দেওয়া উচিত ছিল। কিন্তু জীবিত অবস্থায় তাকে সে পদক দ
Read More
17/05/20200
ভেঙে গেল অপূর্ব-নাজিয়ার সংসার
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার ভেঙে গেছে। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ডিভোর্স হয়েছে তার। বনিবনা না হওয়ায় ৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো দুজনের। এ খবর
Read More
08/12/20190
কারিনাকে কোলে নিয়ে খেলতেন অক্ষয়
বিনোদন ডেস্ক : বলিউড তারকা অক্ষয় কুমার ও কারিনা কাপুর উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। কিছুদিন পর মুক্তি পাবে ‘গুড নিউজ’ নামে আরও একটি নতুন সিনেমা। এটিকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন দুজন।
সম্প্রতি সিন
Read More
Comment here