বিনোদন প্রতিবেদক : হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। করোনা আক্রান্ত হওয়ার পর গত ৪ নভেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ, তাই আজ দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানান, করোনা আক্রান্ত হবার পর অপূর্বের শারীরিক অবস্থা জটিল হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে। পরে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। তবে বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে। গত কয়েকদিনে অপূর্বের রিপোর্ট ভালো এসেছে।
সবশেষ অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ‘যদি, কিন্তু…তবুও’ সিনেমার শুটিংয়ে। এই শুটিংয়েই অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। বর্তমানে অপূর্বের অসুস্থতার জন্য সিনেমার শুটিং বন্ধ আছে।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অপূর্ব
11/11/20200
সম্পরকিত প্রবন্ধ
10/12/20190
জীবনেও রিয়েলিটি শোর বিচারক হব না: শবনম ফারিয়া
বিনোদন প্রতিবেদক, ঢাকা : এনটিভিতে আজ রাত পৌনে ৯টায় দেখানো হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের ৭৫তম পর্ব। এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নাটকটিসহ অন্যান্য প্রসঙ্গে ক
Read More
07/04/20190
টেলি সামাদকে শেষবিদায় এফডিসিতে
এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: প্রথম আলো
আগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সাম
Read More
14/04/20190
তারকারা বৈশাখে যেমন সেজেছেন
বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব ‘বৈশাখ’। পহেলা বৈশাখ মানেই বাঙালির সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে, সুখ-শান্তি ও সমৃদ্ধি
Read More
Comment here