১০০ টাকা রিচার্জে কাটা হবে ২৮ টাকা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

১০০ টাকা রিচার্জে কাটা হবে ২৮ টাকা

মোবাইল ফোনের কল ও ইন্টারনেট সেবার সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে করে বিদ্যমান ভ্যাট ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হবে। মোবাইল ফোনে রিচার্জ করার সময়ই এই টাকা কেটে নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

মোবাইল ফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

এখন ১০০ টাকা মূল্যের টকটাইম ও ইন্টারনেট ব্যবহারে গ্রাহককে ১৩৩ টাকা ২৫ পয়সা খরচ করতে হয়। শুল্ক বাড়ানোয় এই খরচ বেড়ে হয়েছে ১৩৯ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ১০০ টাকা রিচার্জে গ্রাহকের কাছ থেকে ২৮ টাকা কাটা হবে। গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ৭২ টাকা।

একই সঙ্গে মোবাইল ফোনের সিমের দামও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

Comment here