নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন নেওয়া হবে। এসব শ্রেণিতে সপ্তাহে এখন এক দিন করে ক্লাস হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
এর আগে গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে নেওয়া হলেও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।
গত বছর মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর ধাপে ধাপে বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি। অবশেষে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান।
Comment here