ঢাকাসমগ্র বাংলা

আশকোনা হজ ক্যাম্পে সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে সেনা মোতায়েন করা হয়েছে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে আজ শনিবার ইতালি থেকে দেশে ফেরা ১৪২ জনকে কোয়িারেনটাইনে রাখা হয়েছে। ইতালি ফেরত এসব বাংলাদেশিদের অধিকাংশই কোয়ারেনটাইনে না থাকতে চেয়ে বিক্ষোভ করে।

প্রবাসীর কয়েকজন আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে হট্টগোল করেন। একপর্যায়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অন্যদিকে, বাইরে থাকা তাদের স্বজনরাও এ বিক্ষোভে যোগ দেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে ইতালিফেরত বাংলাদেশি ও তাদের অভিভাবকরা এই বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের কাটাকাটিও  হয়। এর মিনিট দশেক পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

Comment here

Facebook Share