শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা পাস করেছেন (এইচএসসি), তারা কেউ কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন। অনেকে আছেন উচ্চশিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২ হাজার ২৫৭টি কলেজ আছে সেখানে উচ্চশিক্ষার জন্য যান। সব মিলিয়ে উচ্চশিক্ষায় আসন সংখ্যা যা পাস করেছে তার চেয়েও বেশি আছে।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যা কিছুই করছি, সবই নতুন প্রজন্মের জন্য। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সেই বাংলাদেশ গড়বার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।’
এসময় উপস্থিত ছিলেন কথা সহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
Comment here