বিএনপি নেতারা কোথায়, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ প্রশ্ন করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’
ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করল। প্রথমে অর্ধেক দিবস বলেন, পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’
তিনি বলেন, ‘জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হায় রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছেন! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাব না! এখন কাদের পালাবার পথ নাই?’
ওবায়দুল কাদের বলেন, ‘বাইডেনের উপদেষ্টা ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা (বিএনপি) ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
 
            


 
                                 
                                
Comment here