নিজস্ব প্রতিবেদক : সন্দেহভাজন করোনাভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকা পুলিশ কনস্টেবল মোহাম্মদ জসিম (৪০) মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশে কর্মরত এই কনস্টেবল ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জসিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্দেহভাজন করোনাভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে ছিলেন জসিম। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থা গুরুতর হলে মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ জানা যায়নি।’
জসিমসহ ঢাকায় কোয়ারেন্টিনে থাকা দুই পুলিশের দুই সদস্যের মৃত্যু হল। এদিকে দুই শতাধিক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
 
            

 
                                 
                                 
                                
Comment here