আবহাওয়া স্টেশন হচ্ছে ২০০ উপজেলায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আবহাওয়া স্টেশন হচ্ছে ২০০ উপজেলায়

নির্ভুল পূর্বাভাস পেতে ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।

উপজেলা পরিষদের ভূমি ব্যবহার করে কৃষিভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের জন্য প্রয়োজন হবে মাত্র ২২০ বর্গফুট জায়গা।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস প্রাপ্তি অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করবে। বিশেষত কৃষিক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস কাজে লাগিয়ে লাভবান হওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comment here