খালেদা জিয়ার চিকিৎসায় ৩ মার্কিন চিকিৎসক ঢাকায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খালেদা জিয়ার চিকিৎসায় ৩ মার্কিন চিকিৎসক ঢাকায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক ঢাকায় এসেছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তারা ঢাকায় পৌঁছান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওই বিশেষজ্ঞ দলে একজন হেপাটোলজিস্ট, একজন ইন্টারভেনশনিস্ট ও একজন নেফ্রোলজিস্ট বলে জানিয়েছিলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রসঙ্গত, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এক সদস্য।

Comment here