গুণগত মানসম্পন্ন যেন রপ্তানির মাছ হয় : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

গুণগত মানসম্পন্ন যেন রপ্তানির মাছ হয় : প্রধানমন্ত্রী

রপ্তানির জন্য মাছ ও মাছজাত পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নদীমাতৃক দেশ হিসেবে অভ্যন্তরীণ জলাধারগুলোতে মাছ উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে এক নম্বর স্থান অর্জন করতে পারে। সেইসঙ্গে বিশ্ব বাজারে রপ্তানির জন্য মাছ উৎপাদনে গুণগত মান বজায় রাখা অপরিহার্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে মাছটা আমরা রপ্তানি করবো সেটা মানসম্পন্ন যাতে হয়, যাতে সেগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে। কারণ আমাদের দেশে অতীতে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, যখন বিএনপি ক্ষমতায় ছিল। আমি ৯৬ সালে ক্ষমতায় আসার পর, আমরা পেয়েছিলাম যে চিংড়ি রপ্তানিই বন্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক দেন-দরবার করে আমরা সেটা আবার চালু করি।’

তিনি আরও বলেন, ‘আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি। এখন পুষ্টির দিকে দৃষ্টি দিতে হবে। হাওর, বাওর, নদী-নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চাইতে নিরাপদ আমিষ আর নেই।’

হাওর অঞ্চলগুলোতে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি মাছের প্রক্রিয়াজাতকরণেও জোর দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের লক্ষ্য হবে প্রথম স্থান অধিকার করা।’

এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘মৎস্য চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’

অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক এবং ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

Comment here