‘গোয়েন্দা তথ্য আছে নয়াপল্টনে নাশকতা হতে পারে’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘গোয়েন্দা তথ্য আছে নয়াপল্টনে নাশকতা হতে পারে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কমিশনার (অপারেশন) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন কিছু ঘটনা ঘটেছে। তাই সমাবেশ ও মানুষের নিরাপত্তা দিয়ে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নয়াপল্টনে নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য আছে, তবে আমরা আশাকরি এমন কিছু হবে না।’

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

নয়াপল্টনের সড়ক বন্ধ রাখা হয়েছে এই প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আশঙ্কা আছে বলেই রাস্তা বন্ধ রাখা হয়েছে। নিরাপদ মনে হলে খুলে দেওয়া হবে। সমাবেশ করে বিএনপির সবাই চলে না যাওয়া পর্যন্ত পুলিশ নিরাপত্তা দেবে।’

এর আগে, সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে নিরাপত্তা পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে কোথাও কোনো যানজট, কোনো ঝামেলা নেই। অনুষ্ঠানটি ঘিরে আমাদের পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে। ২০ হাজারের উপরে পুলিশ সদস্য কাজ করছে। আমরা মনে করি, সমাবেশটি সুন্দরভাবে সমাপ্ত হবে। যেহেতু সমাবেশটি হচ্ছে গোলাপবাগ মাঠে। সামনে অনেকগুলো স্থাপনা আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠ তো আমরা অনুমতি দিয়েছি সেখান পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে এবং এইটা তো কোনো অবৈধ সমাবেশ না। সমাবেশটি সুন্দরভাবে করার জন্য যা যা করা দরকার সবরকম ব্যবস্থা আমরা করেছি। কোথাও কোনো যানজট নেই, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সুন্দরভাবে কিন্তু মানুষ চলাচল করছে। তারপরও আমরা আশা করি কোন বিশৃঙ্খলা ঘটবে না।’

 

Comment here