টেকনাফ প্রতিনিধি : টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকার একটি বাড়ির মাটির মেঝে খুঁড়ে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়িতে অবস্থান করা মাদকব্যবসায়ী মোহাম্মদ বেলালকে (৩৫)।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকার বাসিন্দা বেলালের বাড়িতে অভিযান চালায় বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, ভোরে গাজিপাড়া এলাকার বাসিন্দা বেলালের ঘরে ইয়াবা লুকোনো আছে এমন খবর পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ঘরের ভেতর না থাকলেও বেলালের ঘরের মাটির মেঝে খুঁড়ে এক কোটি ৮ লাখ টামা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়।
কর্নেল আরও জানান, ইয়াবাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। মোট ৩৬ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বেলালের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Comment here