জীবননগরের সেনেরহুদায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি টগর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জীবননগরের সেনেরহুদায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি টগর

জাহিদ হাসান  জীবননগর চুয়াডাঙ্গা ; অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদের আগে মাদ্রাসায় পাঠাতে চাইতেন না। তাঁরা মনে করতেন মাদ্রাসায় পড়াশোনা করলে শুধুমাত্র মোল্লা-মাওলানা হওয়া যায়। ভালো চাকরি তাঁরা করতে পারে না। অনেক অভিভাবক এখনও তাই মনে করেন। কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমানে অনেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভালো ভালো পদে চাকরি করছে। আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে বলেই তা সম্ভব হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় পাকা ছাদের কোন ভবন ছিল না। যে ভবন ছিল তা টিনের চালের। ঝড় হলে অনেক সময় টিন উড়ে যেয়ে পাঠদান ব্যাহত হতো, ছাত্র-ছাত্রীরা দুঃশ্চিতায় থাকতো। এখন দৃষ্টিনন্দন চারতলা ভবনে বসে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবে, আগের চেয়ে লেখাপড়ায় তাঁরা মনোযোগী হতে পারবে। এই মাদ্রাসা এমপিওভুক্তিও হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা সুলতান রাজা ভাইয়ের হাত ধরে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। আপনাদের এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, হাট-বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আপনারা অপপ্রচারে কান দেবেন না, জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। বাংলাদেশ কোনদিনও শ্রীলঙ্কা হবে না। শকুনের দোয়ায় যেমন গোরু মরে না, তেমনি ষড়যন্ত্রকারীদের দোয়ায়ও বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। রবিবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামস্থ জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার নতুন চারতলা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকার ও বিএনপি-জামায়াত সরকারের আমলের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। বক্তব্য শেষে ফিতা কেটে তিনি মাদ্রাসার চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী, জীবননগর পৌরমেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল, সিংনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হায়দার আলী, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শরিফুল ইসলাম, উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, উথলী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিন্টু আহম্মেদ ঝনু, সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফয়জুল আহমাদ ও সহকারী শিক্ষক মেহেদী হাসান।

Comment here