ঝিনাইদহ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঝিনাইদহ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি,সেলিম রেজা :ঝিনাইদহে জেলা কারাগারের নন্দ কুমার দাস (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।
ads
ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাস কে জেল হাজতে প্রেরণ করে।শনিবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

Comment here