তাবিথের ভোটে থাকতে বাধা নেই - দৈনিক মুক্ত আওয়াজ
My title
নির্বাচন

তাবিথের ভোটে থাকতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি সরাসরি খারিজ করে দেন।

তাবিথের আইনজীবী খায়রুল আলম চৌধুরী বলেন, ‘রিট আবেদনকারী তাবিথ আউয়ালের সিঙ্গাপুরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যাদি দিয়েছেন। নির্বাচনের মাত্র চার দিন বাকি আছে। এ অবস্থায় এই তথ্যের সত্যতা যাচাই সম্ভব নয়। এ ছাড়া যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তা নিয়ে নির্বাচনের পরেও আগ্রহী প্রার্থীর মামলা করার সুযোগ আছে। এ সব দিক বিবেচনায় নিয়ে আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন।’

তাবিথের সম্পদের তথ্য গোপনের খবর সম্প্রতি সংবাদমাধ্যমে এলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি নিয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

এ সময় সাবেক এ বিচারপতি বলেন, ‘সিঙ্গাপুরে তাবিথ আউয়ালের যে ব্যবসায়িক কোম্পানি আছে, সে কোম্পানির তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। ফলে সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তিনি আর প্রার্থী থাকতে পারে না। রিটে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

বিচারপতি মানিক এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন অংশীদারের একজন তাবিথ। কোম্পানিটির মূল্য দেখিয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলারের ওপরে। এটা বিশ্বের যেকোনো দেশের টাকার অর্থেই বেশ বড়। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।’

রিট আবেদনে তাবিথের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে।

Comment here