তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে এক কলেজছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শিকারীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রুমা শিকারীপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার মেয়ে। সে তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
জানা যায়, প্রতিদিনের মতোই আজ সকালে কলেজশিক্ষক আবদুর রহমানের কাছে প্রাইভেট পড়া শেষে সকাল ১০টার দিকে বাড়িতে যায় সে। এরপর তার বাবা আলাউদ্দিন মোল্লার সঙ্গে সকালের খাওয়া-দাওয়া শেষ করে। পরে আলাউদ্দিন মোল্লা ও তার স্ত্রী পারিবারিক কাজে মাঠে ধান শুকাতে গেলে কিছুক্ষণ পরেই আবার তারা বাড়িতে আসেন। তারা ঘরের দরজার ভেতর থেকে ছিটকানি দেওয়া দেখে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা রুমাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, ‘রুমার সঙ্গে তাদের কোনোরকম ঝগড়াঝাটি হয়নি। সকালে এক সঙ্গে খাওয়ার পরে ওকে ঘরে রেখে আমরা ধান শুকাতে গিয়েছিলাম। ঘরে এসে রুমার গলায় ও আড়ার সঙ্গে ওড়না পেচানো ঝুলান্ত অবস্থায় দেখে হতবাক হই। বিষ পানেরও আলামত পাওয়া গেছে। তবে কী কারণে এ আত্মহত্যা করেছে তা জানি না।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আজকের রুমার বিয়ে উপলক্ষে তার বাড়ির লোকজনের পাত্রপক্ষের বাড়িতে যাওয়ার কথা ছিল। এ বিয়েতে রুমা রাজি নয়। সে লেখাপড়া শেষ করে বিয়ে করবে বলেও অনেকবার জানায়। হয়তো এ কারণে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comment here