‘দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেখানে কিছু কিছু সমস্যা আছে। সেটার সমাধান হয়ে যাবে। কারণ, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে।’ আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে একটি সমন্বয় কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে যারাই আছেন, দলের সিদ্ধান্ত মেনেই তাদের চলতে হবে। ছোটখাটো কিছু হয়ে থাকলে সেটা আশা করি নিরসন হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে প্রধান সমন্বয়ক এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্যসচিব করে ওই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন এই নেতারা।

সেলিনা হায়াৎ আইভী এবারও জয়লাভ করবেন প্রত্যাশা করে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে ভালো নির্বাচন হবে। আমরা বিজয়ের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। জনমত আমাদের পক্ষে। নারায়ণগঞ্জে প্রচুর কাজ হয়েছে। আমাদের মেয়রও অনেক কাজ করেছেন।’

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটি দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। গাধা পানি ঘোলা করে খায়। বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করা নয়। তাদের মতলব, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এ এজেন্ডা নিয়েই তারা এগিয়ে যাচ্ছে।’

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়ে তিনি বলেন, ‘এবার আইনটা হতো। কিন্তু করোনার কারণে বিষয়টি দেরি হয়ে গেছে। এবার না হলেও ভবিষ্যতে এ ব্যাপারে চিন্তাভাবনা আছে।’

 

Comment here