হক ও অধিকার থেকে বঞ্চিত খালেদা জিয়া : ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

হক ও অধিকার থেকে বঞ্চিত খালেদা জিয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সংবিধান অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হক ও অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আদালতে বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই বারবার যাই। আশা করি ন্যায়বিচার পাব। কিন্তু দুর্ভাগ্য, এই ফ্যাসিস্ট সরকার আদালতকেও নিয়ন্ত্রণ করছে। খালেদা জিয়া সর্বোচ্চ আদালতেই ন্যায়বিচার পাননি।’

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করব বিচার বিভাগ তার স্বাধীনতা রক্ষা করবেন। সত্যিকার অর্থেই এই মামলায় যে রায় হওয়া উচিত সেই রায় হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা অনেক উৎসব করে, অনেক ব্যয় করে মুজিব বর্ষ পালন করছেন। কখন করছেন? গণতন্ত্রের যিনি মাতা তাকে কারাগারে আটক করে রেখে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি করবেন, সেই সময় ৩৫২ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে।’

সংবিধান অনুযায়ী জামিন খালেদা জিয়ার প্রাপ্য হক উল্লেখ করে তিনি বলেন, ‘হক ও অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এই ধরনের মামলায় সবাই জামিনে আছেন। সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি জামিনে আছেন কিন্তু খালেদা জিয়ার জামিনের বেলায় তা দেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকদের প্রকৃত আয় বাড়ছে না। ব্যবসায় বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। ’

গুম, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comment here