নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলা মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে শীতের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। শীতের পাশাপাশি কুয়াশা বেশি হওয়ায় বিভিন্ন এলাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এছাড়া দূরপাল্লার পরিবহন চলছে ধীরগতিতে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আজ মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতি ০০১ নটস। জেলায় চলতি শীত মৌসুমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তবে দু-এক দিনের মধ্যেই সারা দেশে শীতের তীব্রতা কমে যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে; ২৮ ডিগ্রি সেলসিয়াস।
Comment here