নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলায় সাদেকুন নাহার (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে এই স্কুল ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়। সাদেকুন নাহার শহরের দক্ষিণ বড়গাছা গ্রামের কামাল হোসেনের মেয়ে এবং নাটোরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তার পিতা রাতে সাদেকুন নাহারকে লেখাপড়া নিয়ে বকা দেয় । এরপর রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সাদেকুন নাহার। পরে মঙ্গলবার ভোরে মেয়ের নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
 
            


 
                                 
                                 
                                
Comment here