অনলাইন ডেস্ক:প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ২৫ লাখেরও বেশি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। আগামী সপ্তাহের গোড়ার দিকে এগুলো দেশে পৌঁছাবে। আর ফিলিপাইনে পাঠানো হবে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিক
ওই কর্মকর্তা আরও জানান, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে। মহামারির অবসান ঘটাতে পুরো দুনিয়া থেকেই এটি নির্মূল করা দরকার। এ বিষয়টি বাইডেন প্রশাসন অনুধাবন করতে পেরেছে বলেও জানান হোয়াইট হাউজের একজন কর্মকর্তা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। গত সপ্তাহেও ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা এসেছে।
উল্লেখ্য, এই বছরের গোড়ার দিকে বিশ্বের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ থেকে কমপক্ষে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদানের অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Comment here