বাংলাদেশের ফুটপাতেই চলছে করোনার প্রতিষেধক বিক্রি! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাংলাদেশের ফুটপাতেই চলছে করোনার প্রতিষেধক বিক্রি!

শফিউল জুয়েল : চীনের উহান থেকে ছড়িয়ে ত্রাস সৃষ্টি করা করোনাভাইরাস (কভিড-১৯) হানা দিয়েছে বাংলাদেশেও। ইতোমধ্যে ৩ বাংলাদেশী আক্রান্তের খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কভিড-১৯ নামে এ ভাইরাস নির্মূলের প্রতিষেধক কোনো ওষুধ বিশ্বের কোথাও আবিস্কার না হওয়ায় সর্বত্র নেওয়া হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে নাক ও মুখের সুরক্ষার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল হ্যান্ড রাব। যা পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি। ব্যাপক হারে বিক্রি হচ্ছে জ্বর মাপার থার্মোমিটার, হ্যান্ডওয়াশ, টিস্যু পেপার।

এতো আতঙ্কের মধ্যে সম্প্রতি করোনার প্রতিষেধকের একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একজন ব্যক্তি পোস্টার ঝুলিয়ে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছেন। তবে ছবিটি সম্প্রতি তোলা নাকি পুরনো তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই ছবিটি শেয়ার করছেন। এ নিয়েও চলছে আলোচিনা, সমালোচনা। তাছাড়া ছবিটি কোন স্থান থেকে কে তোলেছিল তারও সন্ধান জানা সম্ভব হয়নি।

এত কিছুর পরেও থেমে নেই ভাইরাল হওয়া। এই ভাইরাল আরও বেগবান হচ্ছে। এখনও ওই ব্যক্তি নাম পরিচয় জানা যায়নি।

Comment here