ফুলবাড়িয়া প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজারসংলগ্ন মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলের নাম লিটন মোল্লা (৩৫)। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিন যাবৎ বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল ছেলে। ভয়ে বাবা ছেলের চোখের আড়ালেই থাকতেন। শনিবার সাহরি খাওয়া শেষে বাবা ঘুমিয়ে পড়েন। এই সুযোগে ঘরে ঢুকে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধ ওই ব্যক্তি কী কারণে খুন হয়েছেন তদন্ত করলে বিস্তারিত বলা যাবে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছ।
বিস্তারিত…………..
Comment here