রিপোর্টার মুশফাকুর রহমান : বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের আলীনগর ইউনিয়নের গাছতলা নামক স্থানে জকিগঞ্জগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহি বাসের মুখোমুখি সং’ঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি বাসটি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়।
বুধবার(৯সেপ্টেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলায় আলীনগর ইউনিয়নের গাছতলা এলাকায় পৌঁছালে সিলেটগামী যাত্রীবাহী বাসের  সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
				 
            


 
                                 
                                 
                                
Comment here