রাজনীতি

ব্লক ধরা পড়ায় রিং পরানো হলো খালেদা জিয়ার হার্টে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়।এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ায় একটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

আজ দুপুর ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয়।

এর আগে আ দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ‘ম্যাডামের একুয়েট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন, তার অতি দ্রুত তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছেন।

গুলশানের ভাড়া বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে শুক্রবার রাত তিনটায় ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

৭৭ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়ার আশু আরোগ্যকামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে সুস্থ করে দেন, আগের মতো তিনি যেন এই অবস্থা কাটিয়ে উঠবেন।’

 

Comment here

Facebook Share