মধুপুরের নিখোজ শিশু বায়েজিদের সন্ধান মেলেনি ছয় মাসেও - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মধুপুরের নিখোজ শিশু বায়েজিদের সন্ধান মেলেনি ছয় মাসেও

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের মধুপুরে নিখোজের ৬ মাস অতিবাহিত হলেও সন্ধান মিলেনি শিশু বায়োজিদের। নিখোজ  মো: বায়োজিদ হোসেন শান্ত(১১) মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের মো: বিল্লাল হোসেনের এক মাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বায়োজিদ গোপালপুর উপজেলার শাজানপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। সে প্রায় ৬ মাস পুর্বে গত ২১/০৮/১৯ ইং বিকেল ৫টার দিকে এলাকার টেংরী সিএমবি মাঠে খেলাধুলা করার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। বিকাল গড়িয়ে সন্ধা পর্যন্ত বাড়ী না ফিরলে খোঁজা খুজি শুরু করে পরিবারের লোকজন।
বায়োজিদের মা শামীমা নাসরিন কান্না জড়িত কন্ঠে প্রতিবেদকের মাধ্যমে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ছেলেকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন।
তার পিতা মো: বিল্লাল হোসেনও তার ছেলেকে খুঁজে বের করতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়েছেন।
নিখোঁজের তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কোন সন্ধান না পেয়ে তার পিতা মো: বিল্লাল হোসেন মধুপুর থানায় নিখোঁজ সাধারণ ডাইরি করেছেন। যাহার নং- ৮৭৫, তারিখ: ২৪/৮/২০১৯ইং।

Comment here