পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ১১টার দিকে তিনি মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছান।
যান চলাচল শুরুর এক বছরের বেশি সময় পর পদ্মা সেতুতে কাঙ্ক্ষিত ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে বিশেষ ট্রেনে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গা স্টেশনে পৌঁছবেন এক ঘণ্টা পর। উদ্বোধনী ট্রেনে পাওয়ার কারসহ ১৪টি বগি থাকবে। প্রধানমন্ত্রীর যাত্রায় সঙ্গী হবেন বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা। এর আগে বেলা ১১টায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Comment here