সারাদেশ

যশোর বেনাপোল সীমান্ত থেকে বিজিবি ২৪ কেজি গাঁজা সহ ৩ পাচারকারী আটক

মোঃ সম্রাট হোসেন(বেনাপোল,যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার শালকোনা ফুলসরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শা থানার শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯), একই গ্রামের শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ (২৮)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে শার্শা সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Comment here

Facebook Share