নিজস্ব প্রতিবেদক : ফাল্গুনের সকালে রাজধানীতে হঠাৎ করে নেমেছে বৃষ্টি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও ছিল। এতে শিক্ষার্থী, অফিসগামীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েন।
বিশেষ করে রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুড়ির কারণে পথচারীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হয়। তবে ঝড়ের কারণে অনেকেই তাদের নিত্যদিনের সময় অনুযায়ী বাসা থেকে বের হতে পারেননি।
এদিকে, বৃষ্টির হওয়ার এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী দুদিন দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
Comment here