নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গতকাল বুধবার রাতে অসুস্থ এক বৃদ্ধকে নিয়ে আসেন ঢাকার কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তবে হাসপাতালে ভর্তি করার ৩৮ মিনিট পরে সিদ্দিক আহাম্মেদ নামের ওই বৃদ্ধ মারা যান। নিহতের মরদেহ এখন হাসপাতালের মর্গে রয়েছে।
হাসপাতালের নথি অনুযায়ী, সিদ্দিক আহাম্মেদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তার বয়স ৬২ বছর।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে কামরাঙ্গীরচর থানার এসআই রাকিবুল হাসান অসুস্থ এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে রাত ৮টা ২২ মিনিটে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে সিদ্দিক আহাম্মেদ মারা যান।
এ ব্যাপারে জানতে এসআই রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কামরাঙ্গীরচর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, তিনি এ সম্পর্কে এখনো কিছুই জানেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন তিনি।
 
            


 
                                 
                                 
                                
Comment here