সারাদেশ

শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা৷ আজ বৃহস্পতিবার সকালে দুবাইফেরত এই যাত্রীকে আটকের সময় তার কাছ থেকে মদ, সিগারেট, দামি মোবাইল এবং এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে সকাল থেকে এয়ারপোর্ট অবস্থান নেয়। তল্লাশি শেষে মিজানুর রহমানের হাত ব্যাগ থেকে স্বর্ণালংকার ও ১৯টি আইফোন উদ্ধার করা হয়।

পরে ওই যাত্রীর লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়। আটককৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানান একেএম সুলতান মাহমুদ।

তিনি আরও বলেন, কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে থানায় সোপর্দ করা হবে।

 

Comment here

Facebook Share