নিজস্ব প্রতিবেদক : আজকে সরকারের পায়ের তলায় মাটি নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে কুড়িগ্রামের নিলারাম হাইস্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
রিজভীর অভিযোগ, আজকে সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকারপ্রধান বাংলাদেশে তাসের ঘর বানিয়েছেন। আর আওয়ামী লীগের অন্য নেতারা প্রতিদিন মিথ্যার কোরাস গাইছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা করেছে। আর এই হামলার দায় বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
 
            


 
                                 
                                
Comment here