৩০ দিন পর দাঁড়ালেন অভিনেত্রী আঁখি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

৩০ দিন পর দাঁড়ালেন অভিনেত্রী আঁখি

বিনোদন প্রতিবেদক : শুটিংয়ে অগ্নিদগ্ধ হয়ে গত ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। সেসময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, এই অভিনেত্রীর শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটা সময় তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে।

আগের থেকে এখন অনেকটা সুস্থ শারমিন আঁখি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তার জীবন। গতকাল সোমবার ৩০ দিন পর প্রথমবার উঠে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির।

তার ভাষায়, ‘৩০ তম দিনে এসে আঁখি প্রথম উঠে দাঁড়িয়েছে। আঙুলগুলোতে এখন অল্প অল্প করে প্রাণ ফিরে পাচ্ছে। সবার দোয়া আর ভালোবাসায় নতুন করে সে জীবন শুরু করার শক্তি ফিরে পাচ্ছে। ওর জন্য দোয়া করবেন।’

রাহাত কবির আরও বলেন, ‘এভাবে আরও কয়েক মাস ওকে কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। আমাদের সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা, যারা এই কঠিন সময়গুলোতে আমাদের পাশে ছিলেন ও আছেন।’

Comment here