সারাদেশ

অন্যান্য জরুরি অবস্থার চেয়ে করোনাভাইরাস বেশি মারাত্মক

অনলাইন ডেস্ক : যত ধরনের ব্যাধি নিয়ে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), তার মধ্যে করোনাভাইরাসকেই সবচেয়ে বেশি মারাত্মক বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস।

গতকাল সোমবার জেনেভায় ডব্লিউএইচও প্রধান বলেন, ‘কোভিড-১৯ আমাদের দুনিয়া বদলে দিয়েছে। এটি মানুষ, সম্প্রদায় আর দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে আবার তাদের বিচ্ছিন্ন হতেও বাধ্য করেছে। আন্তর্জাতিক স্বাস্থ্য আইন মোতাবেক এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বজুড়ে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, কিন্তু খুব সহজেই এটাই সবচেয়ে মারাত্মক।’

বিশ্বের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এই সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির একটি সভা আয়োজন করবেন বলেও জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিকভাবে এর আগে আরও পাঁচবার জরুরি অবস্থা জারি করে। ইবোলা প্রাদুর্ভাব নিয়ে দুবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু নিয়ে একবার করে জরুরি অবস্থা জারি করা হয়।

জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বে এক কোটি ৬০ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে এবং সাড়ে ৬ লাখের বেশি মানুষ মারা গেছে।

Comment here

Facebook Share