সারাদেশ

অবশেষে রাজধানীতে বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়ছিলেন রাজধানীবাসী। বৃষ্টিতে আপাতত স্বস্তি মিলেছে। রাজধানীতে অবশেষে বৃষ্টি ও এর সঙ্গে কালবৈশাখী ঝড় হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়। ঝড়ের সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাত এবং বিজলি চমকানো শুরু হয়। অবশ্য দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

ঝড়-বৃষ্টি প্রায় এক ঘণ্টা পর পৌনে ৮টার দিকে কমে আসে। এরপর লোকজনও ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেন। তবে রাজধানীর বিভিন্ন সড়কের কোথাও কোথাও এই হঠাৎ বৃষ্টিতে পানি জমতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবাহওয়া অধিদপ্তর বলেছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

Comment here

Facebook Share