অভিষেকের আগুনে বোলিংয়ে দুর্দান্ত শুরু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

অভিষেকের আগুনে বোলিংয়ে দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুরুতেই কৃপণ বোলিংয়ে ভারতীয়দের চেপে ধরে যুবা টাইগাররা। প্রথম সাত ওভারে মাত্র ৯ রান নিতে পেরেছে ভারত। নিজের প্রথম ওভার করতে এসেই ওপেনার সাক্সেনাকে সাজঘরে পাঠান অভিষেক দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৫ রান। ক্রিজে আছেন জয়সওয়াল ও তিলক ভার্মা।

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন লাল সবুজের প্রতিনিধিরা। দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিষেক দাস।

আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে ফাইনালের প্রতিপক্ষ ভারত তাকিয়ে আছে তাদের পঞ্চম ট্রফির দিকে। ভারতকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখে ফিরবেন আকবর আলীরা।

বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), 8 রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস

ভারত : যশাসবী জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (ডব্লিউ কে), প্রিয়ম গার্গ (ক্যাপচার), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্বনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং

Comment here