আইনমন্ত্রী ও উপদেষ্টার ফোনালাপের তদন্ত চেয়েছে বিএনপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আইনমন্ত্রী ও উপদেষ্টার ফোনালাপের তদন্ত চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একটি ফোনালাপের বিষয়ে তদন্ত চেয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে এই দাবি তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফোনালাপটির সত্যতা যেহেতু আইনমন্ত্রী স্বীকার করেছেন, সেহেতু এই ফোনালাপের বিষয়গুলোর অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপের আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহি অত্যন্ত জরুরি।’

বিএনপির মহাসচিব বলেন, আইনমন্ত্রী ও উপদেষ্টার ফোনালাপে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথমত, সরকারের আইটিবিষয়ক একজন উপদেষ্টার নাম উচ্চারণ হয়েছে। দ্বিতীয়ত, উচ্চ আদালতের দুজন বিচারপতির নাম উল্লেখ এবং এর প্রভাব। তৃতীয়ত, সচিবালয়ে প্রশাসনের স্বাভাবিক কার্যকলাপে অনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তার। এ বিষয়গুলো পর্যালোচনায় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং হস্তক্ষেপের সুস্পষ্ট আভাস পাওয়া যায়।

এর আগে গত রোববার এই ফোনালাপের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, তারা এতই দেউলিয়া যে একটি ইনোসেন্ট কনভারসেশনকে এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছেন। তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই।’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘আমাদের সরকারিভাবে এ রকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটা যদি করে থাকে, তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে করেছে কি না, অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কি না, সেটাও আমাদের দেখার বিষয় আছে।’

তিনি আরও বলেছিলেন, ‘এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) একটিমাত্র প্রতিষ্ঠান, যেখানে ল-ফুল (আইন অনুমোদিত) ইন্টারসেপশন, সেটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তারাও মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে, আমাদের দেখার বিষয় আছে।’

 

Comment here