আইনমন্ত্রী সকলের ঘরের খবর রাখছেন আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আইনমন্ত্রী সকলের ঘরের খবর রাখছেন আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

মোহাম্মদ আবির আখাউড়া প্রতিনিধি : আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আইনমন্ত্রী আনিসুল হক এমপির সৌজন্যে  দুই হাজার লোকের মধ্যে বিশ টন চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এসময় তিনি বলেন আইনমন্ত্রী আনিসুল হক প্রতিটি ঘরের খবর রাখছেন কেহ খাবারের সমস্যায় থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তাকে জানাবেন উপজেলা চেয়ারম্যান আছে এবং পৌর মেয়র তাদেরকে জানাবেন প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী অর্থ সহায়তা এবং শিশুখাদ্য পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা আপনাদের সার্বিক সহায়তা করবো।

এসময়  উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আপনি বাঁচবেন না মরবে সে দায়িত্ব নিন আপনার নিজের আপনি করে থাকলে ভালো থাকবেন পরিবার-পরিজন ভালো থাকবে বাহিরে গেলে তারা ভালো থাকবে না তাই সচেতন থাকুন ঘরে থাকুন। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন,
আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল  আখাউড়া থানা ইনচার্জ রসুল আহমেদ নিজামী, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান, আখাউড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া, এখন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

Comment here