সারাদেশ

আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়

আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। আজ মঙ্গলবার বিএসএমএমইউ’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু রোগ এসেছে ২০০০ সাল থেকে। গত আট বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে।’

সংবাদ সম্মেলনে তাদের করা জরিপের পরিসংখ্যান তুলে ধরেন অধ্যাপকডা. সাইফ উল্লাহ মুন্সী। তিনি বলেন, ‘জরিপে দেখা গেছে, যারা দ্বিতীয়বার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাদের এক থেকে পাঁচ শতাংশ মৃত্যুর সম্ভাবনা থাকে।’

এ সময় বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আমাদের এখানে ২৫-২৯ জুলাই পর্যন্ত প্রায় এক হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী এসেছেন। এদের মধ্যে ১৭৭ জনকে ভর্তি করা হয়েছে। ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোনো রোগী এখন পর্যন্ত এই হাসপাতালে মারা যাননি।’

উপাচার্য বলেন, ‘বহির্বিভাগে ৩০০-৪০০ রোগী জ্বর নিয়ে আসে, যাদের অধিকাংশ ডেঙ্গু রোগে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৩ জন নতুন রোগী। আমাদের হাসপাতালে ২১ জন শিশু ভর্তি আছে। জটিল অবস্থায় আছেন ১২ জন। তাদের মধ্যে বয়স্ক আট ও শিশু তিনজন।’

Comment here

Facebook Share