সারাদেশ

আগুন নিয়ন্ত্রণের পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে টায়ার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম।

আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’ আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

Comment here

Facebook Share