আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলা

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি :শীতে কাঁপছে পুরো বাংলাদেশ। তবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়াতে। এদিন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা আরও কমেছে। গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। দুপুর গড়িয়ে গেলেও ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। গত ১০ দিন ধরে পঞ্চগড়ে এই অবস্থা বিরাজ করছে।

ঘনকুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

Comment here