নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা আজও বন্ধ রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের ওঠানামা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৮টা ২০ মিনিটেও স্বাভাবিক হয়নি বিমানবন্দরের কার্যক্রম।তৌহিদ-উল-আহসান জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি। মঙ্গলবার রাত সোয়া ৩টা থেকে শাহজালালের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
তবে কুয়াশা কমে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই পরিচালক।গত সোমবার ও মঙ্গলবারও ঘন কুয়াশার কারণে প্রায় ৬ ঘণ্টা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
Comment here