স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর কখনো হেলিকপ্টারে চড়বেন না। নিজেই এ কথা জানিয়েছেন তিনি। নেপথ্যের কারণ, আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের মৃত্যু।
জানা গেছে, চট্টগ্রামে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন সাকিব। সেই লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াতের জন্য দেড় লাখ টাকা খরচে একটি হেলিকপ্টারও ভাড়া করা হয়েছিল।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান হবে। এ উপলক্ষে আগামী শুক্রবার চট্টগ্রাম যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
তবে সাকিব আয়োজকদের মুঠোফোনে বলেন, ‘আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকা মারা গেছেন। এখন থেকে আজীবন আমার হেলিকপ্টারে চড়া মানা। আমার জন্য বিমানের টিকিট পাঠান, সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসবো।’
কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করেছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। এটি পরিচালনা করছেন বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান। তিনি সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে।
Comment here