সারাদেশ

আজ এক দফা ঘোষণা দেবে বিএনপি

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে সয়াবিন তেলের দাম। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানান হয়। সেখানে বলা হয়, ১২ জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করা হবে।

advertisement

নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের বোতলের সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতদিন ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ৫ লিটার বোতলের সয়াবিন তেলের দাম কমেছে ৪৩ টাকা।

এদিকে, খোলা পাম তেল প্রতি লিটার ১২৮ টাকায় বিক্রি হবে, যা এতদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল। বোতলের পাম তেল এখন থেকে ১৪৮ টাকায় বিক্রি হবে। এখানেও দাম লিটারে ১২ টাকা কমানো হয়েছে।

Comment here

Facebook Share